আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন সারা দুনিয়াতেই পরিচিত নাম। দেশের প্রেসিডেন্ট হওয়ার আগে জেলেনস্কি ছিলেন কমেডিয়ান, অভিনেতা। অংশ নিয়েছেন রিয়ালিটি শোতে।
সম্প্রতি ২০০৬ সালে একটি নাচের প্রতিযোগিতায় জেলেনস্কির পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে।
টিভি শো ‘ড্যান্সিং উইথ দ্য স্টার’-এ সেবার ওলেনা শপটেনকোর সঙ্গে পারফর্ম করেন তিনি।
২ মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে বিভিন্ন গানের তালে বেশ কয়েকটি পোশাকে নাচতে দেখা যায় তাকে।
১৯৯৭ সালে কমেডি প্রতিযোগিতায় নাম লেখান জেলেনস্কি, পরে নিজেও তৈরি করেন কমেডি দল। কয়েকটি পূর্ণদৈর্ঘ্য ছবিতেও অভিনয় করেছেন তিনি।
so apparently Zelenskyy won the Ukrainian version of Dancing with the Stars in 2006 and the tape is even better than whatever you’re imagining pic.twitter.com/L1gnKD2ISr
— Kat Abu (@abughazalehkat) February 27, 2022
২০১৯ সাল থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন জেলেনস্কি।
সূত্র : ফক্স নিউজ
রাশিয়ার যে ভয়ঙ্কর অস্ত্র মাত্র ২০ মিনিটে ব্রিটেন, ৩০ মিনিটে পৌঁছাতে পারে আমেরিকায়!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।