আন্তর্জাতিক ডেস্ক: গত নয়দিন ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে ইউক্রেনীদের জীবন। রুশ আগ্রাসনের মুখে ইতোমধ্যেই প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ। ইউক্রেন সরকারের তথ্য অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনে প্রাণ গেছে অন্তত দুই হাজার সাধারণ মানুষের। খবর আনন্দবাজার পত্রিকা’র।।
রুশ আগ্রাসনের মধ্যে অন্তত ৯ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন বলেও জানানো হয়েছে। ইউক্রেনকে সরাসরি সাহায্য করলে রাশিয়ার রোষের মুখে পড়তে হবে ভেবেও অনেক দেশ পিছিয়েছে। আবার অনেক দেশ শুধু অস্ত্র এবং সাহায্য পাঠিয়েই দায়িত্ব শেষ করেছে।
এ পরিস্থিতিতে ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই দেশ রক্ষার খাতিরে সেনা সজ্জা গায়ে তুলেছেন। বন্দুক নিয়ে রাস্তায় নেমেছেন দলের অন্যান্য নেতারাও।
এ রকমই একজন হলেন ভিয়াতোস্লাভ ইউরাশ। ভিয়াতোস্লাভ ইউক্রেনের এক জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি ইউক্রেন পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সদস্যও বটে। রাজনীতি ছেড়ে হাতে কালাশনিকভ তুলে নিজের দেশ পাহারার কাজে লেগেছেন। কড়া নজর রাখছেন যুদ্ধ পরিস্থিতিতে।
ভিয়াতোস্লাভের জন্ম ১৯৯৬ সালের ১৬ ফেব্রুয়ারি। তিনি ইউক্রেনের সার্ভেন্ট অব দ্য পিপল পার্টির সদস্য। ২০১৯ সালে নির্বাচনে জিতে তিনি ইউক্রেন পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সদস্য হন।
২০১৩ সালে ইউক্রেনের গণবিক্ষোভ (মেইডেন রেভ্যুলিউশনের সময়) তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৯ সালে প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের সময় ভলোদিমির জেলেনস্কির প্রধান মুখপাত্র হয়ে কাজ করেছিলেন ভিয়াতোস্লাভ।
ভিয়াতোস্লাভের দাবি, তিনি নিজে সেনাসদস্য না। কিন্তু এই লড়াই এখন সবার। তাই দেশের প্রতি দায়বদ্ধ হয়ে তিনিও হাতে কালাশনিকভ তুলে নিয়েছেন।
এই মুহূর্তে তাঁর দায়িত্ব কিয়েভের সেন্ট মাইকেল ক্যাথিড্রাল চত্বরের আশপাশের এলাকা এবং মানুষদের রুশ আগ্রাসন থেকে রক্ষা করা। ওই এলাকা সুরক্ষিত করার পর কিয়েভের পশ্চিমাঞ্চলে যাবেন বলেও দৃঢ়প্রতিজ্ঞ ভিয়াতোস্লাভ। কিয়েভের পশ্চিমাঞ্চলেই এখন মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে।
সপ্তাহখানেক ধরে বিমান থেকে বোমাবর্ষণ এবং দূরপাল্লার ৩-এম ৫৪ ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র হানার পরে এবার খারকিভ-সহ ইউক্রেনের একাধিক শহর দখলের জন্য মুখোমুখি লড়াইয়ে নেমে পড়েছে রুশ বাহিনী।
কিন্তু সেই অভিযানে কার্যত প্রতি ইঞ্চি জমি দখলে ইউক্রেন সেনার শক্ত প্রতিরোধের মুখে পড়ছে তারা। দক্ষিণ ইউক্রেনে ডেনিপার নদীর মোহনার বন্দর-শহর খেরসনের দখল নিয়েছে রুশ বাহিনী। কৃষ্ণসাগরের উপকূলবর্তী বড় শহর ওডেসা এবং মারিউপোল শহর দখলের জন্যও আক্রমণের তীব্রতা বাড়ানো হয়েছে।
২০১৪ সালে ইউক্রেনের থেকে ছিনিয়ে নেওয়া ক্রাইমিয়ার উপকূলে মোতায়েন রুশ নৌসেনা এক সপ্তাহ আগেই ওই দু’টি শহর দখলের লক্ষ্যে তৎপরতা শুরু করেছিল। ওই অঞ্চলেই যেতে চান ভিয়াতোস্লাভ।
তিনি বলেছেন, যতক্ষণ তাঁর প্রাণ রয়েছে, ততক্ষণ তিনি যেকোনো মূল্যেই দেশের স্বাধীনতা রক্ষার চেষ্টা করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।