ইউক্রেনে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করতে যাচ্ছে স্টারলিংক। এরই মধ্যে ইউক্রেনের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কিয়েভস্টারের সঙ্গে স্মার্টফোনের সরাসরি স্যাটেলাইট সংযোগ সুবিধা চালুর জন্য চুক্তিও করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কিয়েভস্টারের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্টারলিংক।
‘ডিরেক্ট টু সেল’ নামে পরিচিত এই প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন সরাসরি স্টারলিংক স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকবে। স্যাটেলাইটে সংযোজিত মডেম মোবাইল টাওয়ারের মতো কাজ করবে এবং মহাকাশ থেকে সরাসরি ব্যবহারকারীদের স্মার্টফোনে সিগন্যাল পাঠানো হবে। প্রাথমিকভাবে ২০২৫ সালের শেষ প্রান্তিকে এই প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন থেকে বার্তা পাঠানোর সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে কিয়েভস্টার। পরবর্তী ধাপে এতে ফোনকল ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা যুক্ত করা হবে।
স্টারলিংক বর্তমানে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ও দেশটির সামরিক বাহিনীর জন্য স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ সুবিধা দিয়ে আসছে। ইউক্রেনের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান, নিউজিল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশে স্মার্টফোনের সঙ্গে সরাসরি স্যাটেলাইট সংযোগ সুবিধা চালুর জন্য চুক্তি করেছে স্টারলিংক। তবে স্টারলিংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ইউক্রেন হবে বিশ্বের প্রথম দেশগুলোর একটি, যেখানে সরাসরি সেল স্যাটেলাইট প্রযুক্তি চালু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।