আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের নৌ বাহিনী জানিয়েছে, ইউক্রেনের কৃষ্ণ সাগর অঞ্চলের দানুবে খালে প্রবেশ করেছে আটটি জাহাজ।
এ জাহাজগুলো ইউক্রেনের আটকে থাকা শস্য বোঝাই করবে। এরপর জাহাজগুলো রোমানিয়া হয়ে বের হয়ে যাবে।
ইউক্রেনের কৃষ্ণ সাগর অঞ্চলের বেশিরভাগ বন্দর দখল করেছে রুশ সেনারা। তারা বন্দরগুলো দখল করায় শস্য রপ্তানিও বন্ধ হয়ে যায়। আর এ কারণে বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়।
ইউক্রেনের নৌ বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, দানুবে খালের পাশে অবস্থিত স্নেক আইল্যান্ড থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পারায়, শস্য নিতে ইউক্রেনে আসতে পেরেছে জাহাজগুলো।
ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের নৌ বাহিনী দুঃখ্য প্রকাশ করে বলেছে, দুর্ভাগ্যবশত আমাদের দেশের বেশিরভাগ বন্দর বন্ধ রয়েছে এবং কিছু দখল হয়ে আছে।
এদিকে ইউক্রেনে আটকে থাকা শস্য বের করে দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলে স্নেক আইল্যান্ড থেকে এ মাসের শুরুতে সরে পরে রুশ সেনারা।
তবে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের অত্যাধিক হামলার মুখে স্ন্যাক আইল্যান্ড থেকে পালিয়ে যেতে বাধ্য হয় রাশিয়ার সেনারা।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।