আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলছে রাশিয়ার সর্বাত্মক হামলা। আজ হামলার পঞ্চম দিন। সর্বশেষ পরিস্থিতি:
► বেলারুশের ভোটারেরা পারমাণবিক অস্ত্র রাখার বিধান রেখে দেশটির সাংবিধানিক সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এক ’অত্যন্ত বিপজ্জনক’ বলে সতর্ক করে দিয়েছে।
সোমবার রাশিয়ার সংবাদ সংস্থাগুলো বেলারুশের নির্বাচন কমিশনকে উদ্ধৃত করে বলেছে, গণভোটে অংশ নেওয়া প্রায় ৬৫.২ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন।
ইউক্রেনে যখন রুশ হামলা চলছে এবং বেলারুশ রুশ সেনাদের জন্য তাদের ভূমি অবারিত করে রেখেছে তখন এই গণভোটে পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দিলেন ভোটারের। এই ভোটকে ভুয়া বলে উল্লেখ করেছে পশ্চিমের দেশগুেলো।
ইউরোপীয় ইউনিয়ন সোমবার সতর্ক করে দিয়ে বলেছে, গণভোটে ‘খুব বিপজ্জনক’ সিদ্ধান্ত নেওয়ার পর বেলারুশ এখন রাশিয়ার পারমাণবিক অস্ত্র রাখা শুরু করতে পারে।
ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতির প্রধান জোসেপ বোরেল বলেন, ‘আমরা জানি বেলারুশের পারমাণবিক শক্তিধর হওয়ার অর্থ কী। এর অর্থ হলো রাশিয়া বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে এবং এটি একটি অত্যন্ত বিপজ্জনক পথ। ‘
বোরেল রবিবার ওই ভোটকে ‘ভুয়া গণভোট’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছিলেন।
সাংবিধানিক সংস্কার অনুমোদন হওয়ায় এখন দেশটি স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন পেল। রাশিয়ার কাছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে।
পুতিন রবিবার তার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। পশ্চিমারা বলেছে, এটি ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’।
► ইউক্রেনে মস্কোর হামলার নিন্দা জানানো হবে কিনা তা নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের একটি বিরল জরুরি বিশেষ অধিবেশনের আয়োজন করা হছে সোমবার। বিশ্ব মঞ্চে রাশিয়া কতটা বিচ্ছিন্ন তা পরিস্কার হবে এই বৈঠকে।
জাতিসংঘের সদস্য বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিরা বক্তব্য দেবেন। এর আগে জাতিসংঘের ইতিহাসে মাত্র ১০ বার এমন জরুরি অধিবেশন অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ১০টায় বৈঠকের সভাপতি আবদুল্লাহ শহীদ এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তৃতার মাধ্যমে বৈঠকটি শুরু হবে।
অনেক দেশ তাদের বক্তব্য তুলে ধরবে। ফলে রাশিয়াকে নিন্দা জানানোর প্রস্তাবের ওপর ভোট মঙ্গলবার পর্যন্ত নাও হতে পারে।
সিরিয়া, চীন, কিউবা এবং ভারতসহ বেশ কয়েকটি দেশ রাশিয়াকে সমর্থন করবে বা বিরত থাকবে বলে ধরাণা করা হচ্ছে।
► ফ্রান্স সোমবার বলেছে, ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে বিশ্ব অর্থনীতি থেকে ‘বিচ্ছিন্ন’ করা হচ্ছে। দেশটির ইউরোপীয় বিষয়ক মন্ত্রী ক্লেমেন্ট বিউন ইউরোপ ১ সম্প্রচার মাধ্যমকে বলেছেন, ‘রাশিয়া ধীরে ধীরে বিশ্বের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এবং এটি খুব গুরুতর প্রভাব ফেলবে। ‘
নিষেধাজ্ঞাগুলোকে প্রায়শই অকার্যকর ও যথেষ্ট নয় বলে সমালোচনা রয়েছে। এ প্রসঙ্গে ইতালির ওই মন্ত্রী বলেন, রাশিয়ার মুদ্রা রুবলের পতন এবং ‘রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আতঙ্কিত হস্তক্ষেপ’ ভিন্ন কথা বলছে।
মস্কো স্টক এক্সচেঞ্জে ডলার ও ইউরোর বিপরীতে রুবলের পতনের পর রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সোমবার মূল সুদের হার ৯.৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে৷
বিউন বলেন, ‘আসুন আমাদের শক্তি সম্পর্কে সচেতন হই। ‘ রাশিয়ার অত্যন্ত প্রয়োজন রয়েছে আমাদের ও বাকি বিশ্বের। ‘
► বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনা শুরু করেছেন।
► ক্রেমলিন বলেছে, আজ (সোমবার) ইউক্রেনের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার আগে তারা আনুষ্ঠানিক অবস্থান ঘোষণা করবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা আলোচনার জন্য অপেক্ষা করছি। আলোচনায় আমাদের অবস্থান কী হবে তা ঘোষণা করব না। ‘
► ক্রেমলিনের একজন মুখপাত্র সোমবার বলেছে, পশ্চিমারা নিষেধাজ্ঞাগুলো দিয়েছে রাশিয়া তা উপেক্ষা করতে সক্ষম হবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো কঠিন, তবে আমাদের দেশের ক্ষতি পুষিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ‘ তিনি আরও বলেছেন, ‘আজ (সোমবার) পুতিন অর্থনৈতিক প্রশ্নে কাজ করবেন’ এবং মূল মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন।
► ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার তার দেশকে ‘অবিলম্বে’ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
একটি ভিডিও পোস্টে তিনি বলেন, ‘একটি নতুন বিশেষ পদ্ধতির মাধ্যমে ইউক্রেনের অবিলম্বে যোগদানের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন করছি। আমাদের লক্ষ্য হলো সমস্ত ইউরোপীয়দের সাথে একত্রিত হওয়া। আমি নিশ্চিত যে এটি ন্যায্য। আমি নিশ্চিত যে এটি সম্ভব। ‘
► ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে রাশিয়ার কাছে। ইউক্রেনের প্রতিনিধিদল দেশটিতে মস্কোর আক্রমণের পর প্রথম আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে প্রস্তুত। এ পরিস্থিতি যুদ্ধবিরতির দাবি জানাল ইউক্রেন।
বৈঠকটি ইউক্রেনের সীমান্তের ওপারে প্রতিবেশী বেলারুশে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের প্রতিনিধিদল রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইউক্রেনী-বেলারুশের সীমান্তে পৌঁছেছে। আলোচনার মূল বিষয় হল অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার। ‘
► জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বাশিলেত সোমবার বলেছেন, এ লড়াইয়ে এখন পর্যন্ত সাত শিশুসহ কমপক্ষে ১০২ জন বেসামরিক লোক নিহত হয়েছে। প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি বলে সতর্ক করেছেন তিনি।
► রুশ সেনাবাহিনী সোমবার বলেছে, ইউক্রেনের বেসামরিক নাগরিকেরা ‘অবাধে’ দেশটির রাজধানী কিয়েভ ত্যাগ করতে পারে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ টেলিভিশনে দেওয়া মন্তব্যে বলেছেন, ‘শহরের সকল বেসামরিক নাগরিক কিইভ-ভাসিলকিভ মহাসড়ক ধরে ইউক্রেনের রাজধানী ছেড়ে যেতে পারে। এই দিকটি উন্মুক্ত এবং নিরাপদ। ‘
► ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা কিয়েভের উপকণ্ঠে গত রাতে (রোববার) রাশিয়ান বাহিনীর হামলার বিরুদ্ধে লড়াই করেছে। রাজধানীতে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
► ইউক্রেইনে প্রথম চার দিনের লড়াইয়ে রাশিয়ার পাঁচ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছে বলে কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। সোমবার ফেইসবুকে পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয়টির কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার আনুমানিক পাঁচ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে। একই সময় ইউক্রেইনীয় বাহিনীগুলো রাশিয়ার ১৯১টি ট্যাঙ্ক, ২৯টি যুদ্ধবিমান, ২৯টি হেলিকপ্টার ও ৮১৬টি সাঁজোয়া যান ধ্বংস করেছে।
ইউক্রেনে ইন্টারনেট পরিষেবা চালু থাকবে কিনা জানালেন ইলন মাস্ক
বিবিসি জানিয়েছে, তারা এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর বিশ্বাস, লড়াইয়ের শুরুর পর্যায়ে রাশিয়ার পক্ষে ‘ব্যাপক’ হতাহত হয়েছে।
► ইউক্রেইনের জন্য পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসি জানিয়েছে, রোববার রাতে এক ফোন কলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন জেলেনস্কি।
যুক্তরাজ্য সরকারের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, দুই নেতার আলাপ চলাকালে জনসন রাশিয়ার্ আগ্রাসন শুরুর পর থেকে জেলেনস্কি যেভাবে নেতৃত্ব দিয়ে আসছেন তার প্রশংসা করেন।
এ সময় জনসন জেলেনস্কিকে আশ্বাস দিয়ে বলেন, যুক্তরাজ্য ও এর মিত্রদের কাছ থেকে প্রতিরক্ষা সহায়তা যেন ইউক্রেইনে পৌঁছে, তা নিশ্চিত করতে যুক্তরাজ্য সম্ভাব্য সবকিছু করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।