Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায় খুঁজছে। তবে একইসঙ্গে তিনি রাশিয়াকে সতর্ক করে বলেন, যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি।

ওভাল অফিসে সোমবার তিনি আরো বলেন, আমরা আজ জাতিসংঘে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতার প্রতি রাশিয়ার হুমকির সম্পূর্ণ প্রকৃতি তুলে ধরেছি। একইসঙ্গে আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক আদেশের মূল নীতিমালাও তুলে ধরেছি।
বাইডেন বলেন, আমরা সংকট সমাধানের সর্বোত্তম উপায় হিসেবে কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছি। কিন্তু রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ বাড়িয়ে চলেছে, তাই যা কিছুই ঘটুক আমরা প্রস্তুত রয়েছি। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।