আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রায় দুই বছর হতে চললো। এতোদিনেও উদ্দেশ্য পূরণ হয়নি দেশটির। যুদ্ধক্ষেত্রে তেমন অগ্রগতিও নেই। এ বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ানদের বলেছেন, ইউক্রেনে তখনই শান্তি প্রতিষ্ঠিত হবে, যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। খবর দ্য গার্ডিয়ানের।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর এই প্রথম বড় সংবাদ সম্মেলন করছেন পুতিন। তিনি সাংবাদিক ও রাশিয়ান দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। আলোচনার প্রথম অংশের বেশিরভাগ অংশই পুতিন ‘ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান’-এর ওপর দৃষ্টি নিবদ্ধ রেখেছেন।
তার প্রাথমিক চিন্তাধারায় রাশিয়ান সার্বভৌমত্বের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত চ্যানেল ওয়ানের হোস্ট ইয়েকাতেরিনা বেরেজভস্কায়াকে বলেন, সার্বভৌমত্ব ছাড়া আমাদের দেশের অস্তিত্ব টিকে থাকবে না।
পুতিন বলেছেন, যখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করব তখন (ইউক্রেনে) শান্তি থাকবে। আমাদের উদ্দেশ্য পরিবর্তিত হয়নি। ডিনাজিফিকেশন, ডিমিলিটারাইজেশন ও দেশটির নিরপেক্ষ অবস্থা এর মধ্যে অন্তর্ভুক্ত। এই থিমগুলো তিনি যুদ্ধের শুরু থেকেই হাইলাইট করে আসছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।