আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক আইনের (মার্শাল ল) মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। বিবিসির খবর অনুসারে, এই সামরিক আইন কার্যকর থাকার অর্থ– আগামী বছরের (২০২৩) ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে সামরিক কর্তৃপক্ষ দায়িত্বে থাকবে। রাশিয়ার আক্রমণ মোকাবিলা করতে গিয়ে ইউক্রেনে বেসামরিক শাসন বাতিল করা হয়।
এদিকে ইউক্রেনে এখনও সাধারণ সমাবেশের আইন কার্যকর আছে। এই আইন বলবৎ থাকার অর্থ- বেসামরিক জনগণ যুদ্ধ করার জন্য তালিকাভুক্তি করাতে পারবেন।
ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামরিক আইন জারির আদেশ (ডিক্রি) অধিকাংশ আইনপ্রণেতা জোরালভাবে সমর্থন করেন। সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।