Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ভেতর বসানো পাইপলাইন দিয়ে গত কয়েক দশক ধরে ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া। ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ ও রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে পাঁচ বছরের চুক্তি শেষ হয় গতকাল বুধবার।
চুক্তি নবায়নে অস্বীকৃতি জানায় ইউক্রেন। এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়াকে আমাদের রক্তের ওপর দিয়ে অতিরিক্ত কয়েক বিলিয়ন ডলার আয় করতে দেব না।’
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেংকো এক বিবৃতিতে বলেন, ‘আমরা রাশিয়া থেকে গ্যাস আনা বন্ধ করে দিয়েছি। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। রাশিয়া তার বাজার হারাবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাদের গ্যাস না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়া খুব গুরুত্বপূর্ণ একটি বাজার হারিয়েছে। তবে এতে ইইউ দেশগুলোই বেশি ভুগবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।