আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বে এখন আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রুশ সেনাদের অভিযানে কাঁপছে ইউক্রেন। এ অবস্থায় কমেডিয়ান থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়া ভ্লোদিমির জেলেনস্কি এখন দেশ ও সাধারণ মানুষকে বাঁচাতে বিদেশি মিত্রদের পাশে পাওয়ার আকুতি জানাচ্ছেন। অথচ তিনিই গত বছর গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদারদের চালানো বর্বরোচিত হামলাকে এড়িয়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, জেলেনস্কি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা জবাব নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
২০২১ সালের ১২ই মে এক টুইট বার্তায় এই ইউক্রেন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, গাজা উপত্যকায় হামলার ওই যুদ্ধে নাকি ইসরায়েলই ‘ভিকটিম’ (ভুক্তভোগী) ছিল। যদিও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২১ সালের ১০ মে থেকে ফিলিস্তিনে টানা বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। তাদের আগ্রাসনের জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা থেকে রকেট হামলা চালায়। সেসময় টানা ১১ দিনের ইসরায়েলি হামলায় অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ৬৭ জনই ছিল কোমলমতি শিশু। আর ফিলিস্তিনি বাহিনীর পাল্টা হামলায় ইসরায়েলে মোট ১২ জন নিহত হয়।
এমনকি সেসময় ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় অসংখ্যবার বিমান হামলা ও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। গুঁড়িয়ে দিয়েছিল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কার্যালয়। তখন গোটা বিশ্ব গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলার প্রতিবাদে সোচ্চার হলেও ভিন্ন সুরে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। তিনি ফিলিস্তিনিদের পক্ষে না গিয়ে উল্টো ইসরায়েলিদের হয়ে কথা বলেছিলেন।
তখন জেলেনস্কি এক টুইটে বলেছিলেন, ‘ইসরায়েলের আকাশ ক্ষেপণাস্ত্রে ছেয়ে গেছে। কয়েকটি শহরে আগুন লেগেছে। অনেকে ভুক্তভোগী। আহত হয়েছেন বহু মানুষ। অনেক ট্র্যাজেডি। শোক আর দুঃখ ছাড়া এসব দেখা অসম্ভব। জনজীবনের স্বার্থে অবিলম্বে এ উত্তেজনা বন্ধ করা প্রয়োজন।’ সেই টুইটের নিচে এক ফিলিস্তিনি লিখেছিলেন, ‘আমরা সবার নিরাপত্তা কামনা করি। আপনি ইসরায়েলি দখলদারিকে সমর্থন করেছেন, যারা ফিলিস্তিনের জমি চুরি করেছে। আর এখন ইউক্রেন রাশিয়ার বোমার মুখে পড়েছে। তবুও আমরা আপনার জন্য প্রার্থনা করি… আমরা আপনার মতো এলাকা দখলকে সমর্থন করি না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।