আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নন। দেশটির বিদ্যুৎ খাতে হামলা চালিয়ে যুদ্ধকে ‘বর্বরতার’ নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন তিনি। রোববার এক শীর্ষ মার্কিন কূটনীতিক এ কথা বলেছেন।
মার্কিন আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড সাংবাদিকদের বলেছেন, ‘পুতিন এই যুদ্ধকে ইউক্রেনের প্রতিটি বাড়িতে নিয়ে গেছেন … তিনি বিদ্যুৎ ও পানি বন্ধের চেষ্টা করছেন এবং যুদ্ধক্ষেত্রে যা করতে পারেননি তা অর্জন করার চেষ্টা করছেন।
মার্কিন এই কর্মকর্তা বলেছেন, ‘কূটনীতি স্পষ্টতই প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু আপনার একজন ইচ্ছুক অংশীদার থাকতে হবে। এবং এটা খুবই স্পষ্ট, এটা জ্বালানির ওপর আক্রমণই হোক না কেন, সেটা ক্রেমলিনের বাক-বিতণ্ডা ও সাধারণ মনোভাবই হোক, পুতিন এর জন্য আন্তরিক বা প্রস্তুত নন।’
ইউক্রেনের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় রাশিয়ার হামলার কারণে এক কোটিরও বেশি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।