ইউক্রেন যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে : ন্যাটো প্রধান

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন নিয়ন্ত্রণে নেয়ার তার উচ্চাকাক্সক্ষা বাদ দিয়েছেন এমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এ যুদ্ধ দীর্ঘ সময় চলতে পারে।

ন্যাটো সামরিক জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ

ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বুধবার বৈঠকের প্রাক্কালে স্টলটেনবার্গ বলেছেন, আমাদের বাস্তবাদী হতে হবে এবং বুঝতে হবে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। এটি কয়েকমাস এবং কয়েকবছর ধরে চলতে পারে। আর সেই কারণে ইউক্রেনকে সমর্থন, নিষেধাজ্ঞা টিকিয়ে রাখা এবং প্রতিরক্ষা জোরদারসহ আমাদের দীর্ঘ পথ চলার প্রস্তুতি থাকতে হবে। সূত্র: বাসস