ইউক্রেন-রাশিয়ায় বিজ্ঞাপন বন্ধ করে দিল টুইটার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বাজছে যুদ্ধের ধামামা। ইউক্রেন ও রাশিয়ায় বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এবং চলমান সংঘাতের মাত্রা কমাতে এ উদ্যোগ নিয়েছে প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট

এক বিবৃতিতে প্লাটফর্মটি উল্লেখ করে, আমরা সাময়িক সময়ের জন্য ইউক্রেন ও রাশিয়ায় সব প্রকার বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছি। ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা নিশ্চিতে এবং বিজ্ঞাপনের কারণে যেন সমস্যা সৃষ্টি না হয়, সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। বিজ্ঞাপনের পাশাপাশি টুইটার এ দুই দেশে রিকমেন্ডেশন ফিচারও বন্ধ করে দিয়েছে। ফিচারটি ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়সংক্রান্ত টুইট অন্যদের সামনে উপস্থাপন করে। ব্যবহারকারীরা যেন সংকটের সময় উসকানিমূলক কনটেন্ট অনুসরণ না করতে পারেন, সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।

কত দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে, সে বিষয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের প্রতিবাদ জানানোর অংশ হিসেবে এ কার্যক্রম চলমান রয়েছে বলে সূত্রে জানা গেছে। এক বিবৃতিতে মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি জানায়, ইউক্রেনে চলমান সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়ে নজর রাখছি। এ ঘটনাকে কেন্দ্র করে যেন মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারিত না হয়, সে বিষয়টিও দেখা হচ্ছে।

ইউক্রেনে বর্তমানে কী ঘটছে, সে সম্পর্কে ব্যবহারকারীদের বিস্তারিত জানাতে প্লাটফর্মটির এডিটোরিয়াল টিম কাজ করছে।

১ মার্চ থেকে থাকছে না মোবাইলের ডাটার কোনো মেয়াদ