ইউক্রেন-রাশিয়া যুদ্ধের নয়া যমদূত কামিকাজি ড্রোন!

‘কামিকাজি’ একটি জাপানি শব্দ। এর অর্থ হচ্ছে ‘পবিত্র বায়ু’। কামিকাজি ড্রোনগুলোয় বিস্ফোরক বা ওয়ারহেড অঙ্গীভূত থাকে। এগুলো অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে লক্ষ্যবস্তুর ওপরে অবস্থান করতে পারে এবং অপারেটরের কাছ থেকে নির্দেশনা লাভের পর বা অভ্যন্তরীণ অ্যালগরিদম অনুসারে লক্ষ্যবস্তুর ওপর ক্ষিপ্রগতিতে আক্রমণ চালাতে পারে।

কামিকাজি ড্রোন

কামিকাজি ড্রোনগুলো লক্ষ্যবস্তুর সংস্পর্শে আসার পর বিস্ফোরিত হয় এবং লক্ষ্যবস্তুকে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ, একটি কামিকাজি ড্রোন কেবল একবারই ব্যবহার করা সম্ভব। রুশ–ইউক্রেনীয় যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের বিরুদ্ধে উল্লেখযোগ্য মাত্রায় কামিকাজি ড্রোন ব্যবহার করছে। রুশরা প্রধানত নিজেদের তৈরি ও ইরান কর্তৃক সরবরাহকৃত কামিকাজি ড্রোন ব্যবহার করছে।

‘সুইচব্লেড–৩০০’ ও ‘সুইচব্লেড–৬০০’ মার্কিন ড্রোন নির্মাণকারী কোম্পানি ‘অ্যারোভায়রনমেন্ট’ কর্তৃক নির্মিত কামিকাজি ড্রোন। রুশ–ইউক্রেনীয় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অন্তত ১,০০০টি সুইচব্লেড–৩০০ ও সুইচব্লেড–৬০০ কামিকাজি ড্রোন সরবরাহ করেছে।

২০২২ সালের মে মাসে ইউক্রেনীয়রা খারকভ/খারকিভ প্রদেশে প্রথম বারের মতো রুশদের বিরুদ্ধে সুইচব্লেড–৩০০ ড্রোন ব্যবহার করে। এরপর থেকে তারা ব্যাপকভাবে রুশদের বিরুদ্ধে সুইচব্লেড ড্রোন ব্যবহার করেছে। যখন ইউক্রেনকে এই ড্রোনগুলো সরবরাহ করা হয়েছিল, তখন ইউক্রেন–সমর্থকদের উল্লেখযোগ্য একটা অংশ দাবি করেছিল যে, এই ড্রোনগুলো রুশ–ইউক্রেনীয় যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে এবং রুশদের বিপুল ক্ষয়ক্ষতি সাধন করবে।

‘ফিনিক্স ঘোস্ট’ মার্কিন অস্ত্র নির্মাণকারী কোম্পানি ‘এইভেক্স অ্যারোস্পেস’ কর্তৃক নির্মিত একটি কামিকাজি ড্রোন। রুশ–ইউক্রেনীয় যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১২০টি ফিনিক্স ঘোস্ট ড্রোন সরবরাহ করেছে এবং পরবর্তীতে আরো ৫৮০টি ফিনিক্স ঘোস্ট ড্রোন সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

যুদ্ধের প্রথম পর্যায় থেকেই ইউক্রেনীয়রা রুশদের বিরুদ্ধে উক্ত ড্রোনগুলো ব্যবহার করছে। কিন্তু অবস্থাদৃষ্টে প্রতীয়মান হয় যে, এই কামিকাজি ড্রোনগুলোও রুশদের বিরুদ্ধে তেমন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি। ‘ওয়ারমেট’ পোলিশ অস্ত্র নির্মাণকারী কোম্পানি ‘ডব্লিউবি ইলেক্ট্রনিক্স’ কর্তৃক নির্মিত একটি কামিকাজি ড্রোন।

যুদ্ধের প্রাথমিক পর্যায় থেকেই ইউক্রেনীয়রা উক্ত কামিকাজি ড্রোনগুলো রুশদের বিরুদ্ধে ব্যবহার করছে। বিশেষত বিগত এপ্রিল ও জুলাইয়ে ইউক্রেনীয়রা ওয়ারমেট ড্রোন ব্যবহার করে জাপোরোঝিয়ে প্রদেশের এনেরগোদার শহরে অবস্থিত জাপোরোঝিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর আক্রমণ চালিয়েছে।