আন্তর্জাতিক ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীনে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাদের। বুধবার (৫ এপ্রিল) তারা চীনে পৌঁছাবেন।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ৫০ জনের বেশি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিইও থাকবেন। ফ্রান্সের ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন তিনি। সফরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবেন ভন ডার লিয়েন ও ম্যাক্রোঁ। সফরে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলোচনার দিকেই চোখ থাকবে সংবাদমাধ্যমের।
২০১৯ সালে ম্যাক্রোঁ শেষবার চীনে সফর করেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় শঁজ এলিজে বুধবার জানিয়েছে, এবারের সফরের আগে যুদ্ধ অবসানে ম্যাক্রোঁ ও বাইডেন ফোনালাপ করবেন।
ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতিতে আরও জানায়, দুই নেতা ইউক্রেন যুদ্ধ শেষের পাশাপাশি অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে চীনকে যুক্ত করার যৌথ ইচ্ছার কথা উল্লেখ করেছেন।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করে। চলমান সংঘাত বন্ধে বেশ কয়েকবার শান্তি আলোচনার উদ্যোগ নেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। কিন্তু পরিস্থিতি আরও জটিলের দিকে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।