বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্বয়ংক্রিয় ডাবিং সুবিধা যুক্ত করতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার করে সারাবিশ্বের ইউটিউব ব্যবহারকারীরা ভাষা নিয়ে বাধা অতিক্রম করার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ভিডকন সম্মেলনে নতুন এ সুবিধার ঘোষণা দিয়ে ইউটিউব জানিয়েছে, গুগলের নতুন এআই প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীরা সহজেই অন্য ভাষায় ভিডিওতে কণ্ঠ যোগ (ডাবিং) করতে পারবেন। সূত্র: টেকক্রাঞ্চ।
গুগল জানিয়েছে, অ্যালাউড টিম এই প্রকল্পে কাজ করবে। অ্যালাউড কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডাবিং সুবিধা দিয়ে থাকে। এটি গুগলের ১২০টি ইনকিউবেটরের একটি।
বর্তমানে ইউটিউব শতশত ক্রিয়েটরদের মাধ্যমে টুলটি পরীক্ষা করছে। খুব শিগগিরই তা সকল ক্রিয়েটররা ব্যবহারের সুযোগ পাবেন। এই সুবিধাটি ২০২৪ সাল নাগাদ চালু করতে পারে ইউটিউব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।