টার্ন প্রোডাকশনের প্রযোজনায় গতকাল লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়। মাত্র একদিনের ব্যবধানেই নাটকটি দেখেছেন প্রায় দুই লাখ দর্শক।
দৈনিক আমাদের সময় অনলাইনকে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘প্রথম পার্ট মানুষের প্রশংসা পেয়েছে বা বহু মানুষ নাটকটি দেখেছেন, এমন ভাবনা থেকে দ্বিতীয় পার্ট নির্মাণ করিনি। সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের গল্প বলা এবং মেসেজ দেওয়ার দায়িত্ব থেকে এবারের কাজটি করা। এই নাটকের চিত্রনাট্য লেখার সময়ই মনে হয়েছে, এটি আগের নাটককে ছাড়িয়ে যাবে। কাজটিও সেভাবে করা হয়েছে। আশা করি, এটি প্রথম পর্বকেও ছাড়িয়ে যাবে।’
‘থার্ড জেন্ডার ২’ নাটকের গল্প লিখেছেন মোসাব্বের হোসেন মুয়ীদ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুশফিক, ফারহান, সায়েদ জামান শাওন, সামিয়া অথৈ, সিয়াম নাসির, নাদিমসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।