বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টিকটকের সঙ্গে টেক্কা দিতে শর্টস অ্যাপ চালু করেছিল ইউটিউব। ব্যবহারকারীদের সুবিধা প্রদানের অংশ হিসেবে এবার ভিডিও ভয়েস ওভার পরিবর্তনে নির্দিষ্ট বাটন যুক্ত করেছে ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। খবর ইটি টেলিকম।
আগে কোনো ভিডিওতে ভয়েস ওভার যুক্ত করার জন্য শর্টসের ব্যবহারকারীদের থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে হয়। নতুন ফিচারটি চালু হলে অ্যাপ থেকেই ব্যবহারকারীরা ভয়েস ওভার যুক্ত করতে পারবেন।
ফিচারটির বিষয়ে প্রথম তথ্য পায় এক্সডিএ ডেভেলপারস। প্রাপ্ত তথ্যানুযায়ী, ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি ইউটিউব অ্যাপে ভয়েস ওভার বাটন যুক্ত করতে পারে। বাটন চেপে ব্যবহারকারীরা আলাদা অডিও ট্র্যাক রেকর্ড করতে পারবেন এবং বিদ্যমান ভিডিওতে প্রতিস্থাপন করতে পারবেন।
অ্যান্ড্রয়েড বেটার সর্বশেষ সংস্করণ পরীক্ষার সময় ফিচারটি চিহ্নিত করা হয়। টিকটকে এরই মধ্যে ফিচারটি চলমান রয়েছে। ২০২০ সালে টিকটকের প্রতিযোগী হিসেবে শর্টস চালু করে ইউটিউব।
প্লাটফর্মটি ইউটিউব ব্যবহারকারীদের সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপ ধারণের সুবিধা দেয়। বর্তমানে ব্যবহারকারীরা ভিডিওর নির্ধারিত অংশে লেখা, স্বয়ংক্রিয় ক্যাপশন, বেসিক ফিল্টার ও কালার কারেকশন ব্যবহার করতে পারেন। পাশাপাশি ইউটিউব লাইব্রেরি থেকে শর্টসে শব্দও যুক্ত করা যায়। কিন্তু ভিডিওতে ভয়েস ওভার যুক্ত করতে হলে আলাদা অ্যাপ ব্যবহার করতে হয়।
নতুন ভয়েস ওভার বাটনটি এখনো অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে চালু করা হয়নি। এছাড়া ফিচারটি চালুর বিষয়ে প্লাটফর্মের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্টদের ধারণা পরবর্তী বেটা আপডেটের সঙ্গে ফিচারটি চালু করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।