স্পোর্টস ডেস্ক : ইউটিউবে কথা বলার সময় লাগামহীন কথা বলেন পাকিস্তানী সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তার বলের গতি যেমন প্রতিপক্ষকে ঘায়েল করত তেমনই কথা বলার সময়ও কাকে কি বলে ফেলছেন সেসব ভাবনারও প্রয়োজন মনে করেন না।
যে কারণে এই ইউটিউবই তাকে টেনে নিলো মামলা-মোকদ্দমায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার নামে মামলা করেছে।
দুর্নীতির প্রস্তাব পেয়ে গোপন করায় গত দুদিন আগে উমর আকমলকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি। এনিয়ে পিসিবির সমালোচনায় মাতেন শোয়েব। এসময় তিনি বেশ কয়েকজন পিসিবি কর্মকর্তাকে অযোগ্য বলে দাবি করেন।
‘শুধুমাত্র রিপোর্ট না করায় ৩ বছরের শাস্তি দেয়া কি ঠিক হয়েছে? এখন আমাকে বলতেই হচ্ছে পিসিবির আইন বিভাগে যারা আছে তারা ওই পদের অযোগ্য। বিশেষ করে তোফাজ্জল রিজভি, সে কোথা থেকে এসেছে জানি না। বড় যোগাযোগ থাকায় ১০-১৫ বছর থেকে পিসিবিতে আছে। আর মাশাল্লাহ এমন কোন মামলা নেই যে সে হারে। আমার মনে হয় চেয়ারম্যানের উপরেও গিয়েও অপদার্থ লোকটা এসব করে।’
শোয়েবের এমন কথায় শেষ পর্যন্ত মামলাই ঠুকে দিলো পিসিবি। এনিয়ে পিসিবি জানায়, তার আরও সতর্ক থাকা উচিৎ ছিল আইন বিষয়ে কথা বলায়।
তাকে অসভ্য উল্লেখ করে বলা হয়েছে, সে যেভাবে কথা বলেছে সেটা সভ্য সমাজের কেউ বলতে পারে না। তার আরও মার্জিত ভাষা ব্যবহার করা উচিৎ ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।