সাতক্ষীরার শ্যামনগরে শুক্রবার (৩ অক্টোবর) নুরনগর ইউনিয়নের আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহিদুল্লাহ (৩৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
আহত শহিদুল্লাহ নুরনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী শাহাদাৎ হোসেন সরদারের ছেলে। অভিযুক্ত শাহজালাল (২৪) একই উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের ছোট শ্যামনগর গ্রামের বাসিন্দা।
সূত্র জানায়, শাহাদাৎ হোসেন সরদারের প্রতিপক্ষ বাদশা ঢালীর পক্ষে ওই তরুণ একাধিকবার ভোট দেন। দলীয় নেতাকর্মীরা তাকে আটক করলে শাহজালাল শহিদুল্লাহকে ছুরিকাঘাত করেন। পরে রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক ও যুবদল নেতা রাজু আহমেদ শাহজালালকে আটক অবস্থান থেকে ছাড়িয়ে নেন।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গোলাম আলমগীর বলেন, শুক্রবার আশালতা মাধ্যমিক বিদ্যালয়ে নুরনগর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সম্মেলন একক কেন্দ্রে হওয়ায় বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড় জমে। এই সুযোগে বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক না থাকা শাহজালাল কয়েকবার তিন নম্বর ওয়ার্ডের বুথে ঢুকে ভোট দেন। শাহাদাৎ হোসেনের ছেলে তাকে ধরে ফেললে তিনি চাকু দিয়ে পালানোর চেষ্টা করেন।
বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবীর অভিযোগ করেছেন, দলের একটি পক্ষ সার্চ কমিটির সভা থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছে। বারবার অভিযোগের পরও জেলার নেতারা বা সাংগঠনিক দলের প্রধান কোনোকিছু গ্রহণ না করার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।