আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মঙ্গলবার বলেছেন, তার দেশ তেহরানের দক্ষিণাঞ্চলে ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ পুনরায় শুরু করবে।

বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে পিছু হটার এটি ইরানের সর্বশেষ পদক্ষেপ।
Advertisement
চুক্তিতে শিয়াদের পবিত্র নগরী কোমের কাছে ফর্দো প্লান্টে পরমাণু সংক্রান্ত সকল কাজ বন্ধের শর্ত ছিল যা ইরান আর্ন্তজাতিক অবরোধ তুলে নেয়ার বিপরীতে মেনে নিয়েছিল।
কিন্ত ুগত বছর মে মাসে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা এবং ইরানের ওপর নতুন অবরোধ আরোপের প্রেক্ষিতে তেহরান চুক্তি থেকে পিছু হটা শুরু করে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


