আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেল গত সপ্তাহে ব্রাসেলসে একটি কূটনৈতিক অ্যাকাডেমি উদ্বোধন করতে যান। সেখানে তিনি বক্তব্য রাখেন। তার সেই বক্তব্যের একটি অংশ এখন নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে।
বক্তব্যের এক জায়গায় ইইউর এ শীর্ষ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ইউরোপ হলো বাগান। আর বিশ্বের বেশিরভাগ অংশ হলো জঙ্গল। এই জঙ্গল বাগানকে গ্রাস করতে পারে।
জোসেফ বোরেল তার পুরো বক্তব্যে বলেন, ইউরোপ হলো বাগান। বিশ্বের বেশিরভাগ অংশ জঙ্গল। বাগান মালিকদের তাদের বাগানের যত্ন নিতে হবে। কিন্তু বাগান মালিকরা দেওয়াল বানিয়ে এ বাগানকে রক্ষা করতে পারবে না। একটি সুন্দর ছোট বাগানে উঁচু দেওয়ালও জঙ্গলকে তার কাছে আসা থেকে আটকাতে পারবে না, এটি সমাধান না। কারণ জঙ্গলের বেড়ে ওঠার শক্তিশালী ক্ষমতা আছে, দেওয়াল যতই উঁচু হোক তা যথেষ্ট হবে না।
তিনি আরও বলেন, বাগান মালিকদের জঙ্গলে যেতে হবে। ইউরোপিয়ানদের বিশ্বের বেশিরভাগ অংশের সঙ্গে আরও সম্পর্ক তৈরি করতে হবে। নয়তবা পুরো বিশ্ব আমাদের গ্রাস করবে।
ইইউর এ কর্মকর্তার এমন বক্তব্যের পর নিন্দার ঝড় বইছে। এর মাঝে আরব আমিরাত তাদের দেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূতকে সেই বক্তব্যের ব্যাখা চেয়ে নিন্দা জানিয়েছে। আরব আমিরাত বলেছে, বোরেলের বক্তব্য ‘বর্ণ বৈষম্য মূলক।’
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।