Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। বুধবার গ্রীনিচ মান সময় ০৯২০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
বর্তমানে বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহাদেশ হচ্ছে ইউরোপ। এ মহাদেশের দেশগুলোতে করোনাভাইরাসে মোট ১২ লাখ ৪৬ হাজার ৮৪০ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ১০ হাজার ১৯২ জন মারা গেছে। বিশ্বব্যাপী এ ভাইরাসে মোট ১ লাখ ৭৭ হাজার ৩৬৮ জন প্রাণ হারিয়েছে।
এ ভাইরাসে ইতালিতে ২৪ হাজার ৬৪৮ জন, স্পেনে ২১ হাজার ৭১৭ জন, ফ্রান্সে ২০ হাজার ৭৯৬ জন এবং ব্রিটেনে ১৭ হাজার ৩৩৭ জন মারা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।