Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ঝড়ো বাতাসের কবলে পড়ে আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপের দিকে আসা হাজারো পরিযায়ী পাখির মৃতু হয়েছে। অঞ্চলটির পাখিদের নিয়ে পর্যবেক্ষনকারী বিশেষজ্ঞরা এ খবর জানিয়েছেন।
সম্প্রতি তারা জানান, বাৎসরিক নিয়মিত ভ্রমণের অংশ হিসেবে পাখিগুলো আফ্রিকা থেকে ইউরোপের দেশগুলোর দিকে আসছিলো। কিন্তু ঝড়ো বাতাসসহ বিরুপ আবহাওয়ার কারণে গ্রিসের কাছে এই পাখিগুলোর মৃত্যু হয়। মারা যাওয়া এই পাখিগুলোর মধ্যে সোয়েলো, সুইফটসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।
দেশটির রাজধানী এথেন্সের অনেক বাসিন্দারাই জানিয়েছেন যে, তাদের এলাকার রাস্তাঘাট ও বাসা-বাড়িসহ বিভিন্ন জায়গায় শত শত পাখির মরদেহ পড়ে রয়েছে।
এথেন্স ছাড়াও এজিয়ান দ্বীপ ও পেলোপোনেস অঞ্চলের কাছেও শত শত পাখির মরদেহ পাওয়া গেছে।
সূত্র: উইয়ন নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।