Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ইউরোপ-অ্যামেরিকার চেয়েও বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম বেশি
    অর্থনীতি-ব্যবসা স্লাইডার

    ইউরোপ-অ্যামেরিকার চেয়েও বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম বেশি

    জুমবাংলা নিউজ ডেস্কJune 4, 20245 Mins Read
    Advertisement

    নিত্যপণ্যের বাজারজুমবাংলা ডেস্ক : বাংলাদেশে কোনো কোনো ভোগ্যপণ্যের দাম এখন ইউরোপ-অ্যামেরিকার চেয়েও বেশি।কোনো পণ্যের দাম গত পাঁচ বছরের ৩০০ শতাংশের চেয়েও বেশি বেড়েছে। ফলে বাংলাদেশে ভোগ্যপণ্যও এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে।

    সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৩-২৪ : তৃতীয় অন্তর্বর্তীকালীন পর্যালোচনা’ শীর্ষক ব্রিফিংয়ে বাংলাদেশের গত পাঁচ বছরের নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তুলে ধরেছে।

    সিপিডি মনে করে, ২০১৯ সাল থেকে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি অস্বাভাবিক পর্যায়ে রয়েছে৷ অনেক দিন ধরে এটা ৯-১০ শতাংশে রয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাতে না পারা সরকারের বড় ব্যর্থতা৷ বাজার মনিটরিং ব্যবস্থায় বড় দুর্বলতা আছে।

    গবেষণা পত্রটি উস্থাপন করে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মূল্যস্ফীতির ক্ষেত্রে শ্রীলঙ্কাকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হলেও ইতোমধ্যে দেশটি তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশ এ ক্ষেত্রে এখন শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে।

    সিপিডি মনে করে, ২০২০-২১ অর্থবছরে করোনাভাইরাস মহামারিতে অর্থনীতিতে যে সংকট তৈরি হয়েছিল, পরের বছর কিছুটা কমে এলেও সঙ্গে যোগ হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। এর সঙ্গে যোগ হয়েছে নীতির দুর্বলতা, সুশাসনের অভাব ও প্রয়োজনীয় সংস্কারের ব্যর্থতা৷ এগুলো ধারাবাহিকভাবে চলেছে।

    বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এর জন্য অর্থনীতির নীতি কাঠামো যেমন আছে তেমনি বাজার ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ বিষয়৷ এইসব বিষয়ে সরকারের দীর্ঘ মেয়াদে কোনো পরিকল্পনা আছে বলে মনে হয়না।


    চিনির দাম ইউরোপ-অ্যামেরিকার চেয়ে বেশি

    সিপিডি বলছে, ইউরোপীয় ইউনিয়নে এক কেজি চিনির দাম বাংলাদেশি মুদ্রায় ৩৯ টাকা। আর যুক্তরাষ্ট্রে ৯৬ টাকা৷ অথচ বাংলাদেশে এক কেজি চিনির দাম ১৩০ টাকা। গত পাঁচ বছরে বাংলাদেশে চিনির দাম ১৫২ শতাংশ বেড়েছে। আর রসুনের দাম বেড়েছে ৩১০ শতাংশ৷ পেঁয়াজের দাম বেড়েছে ১৬৪ শতাংশ৷ আদা ২০৫ শতাংশ।

    মসুর ডাল ৯৫, আটা ৪০-৫৪, ময়দা ৬০, গুঁড়া দুধ ৪৬-৮০, পেঁয়াজ ১৬৪ ভাগ বেড়েছে। শুকনা মরিচের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। খোলা সয়াবিন ৮৪, বোতলজাত সয়াবিন ৫৬ ও পামঅয়েলের দাম ১০৬ শতাংশ বেড়েছে, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি।

    মিনিকেট চালের দাম বেড়েছে ১৭ শতাংশ, পাইজামের ১৫ ও মোটা চালের ৩০ শতাংশ৷ থাইল্যান্ড ও ভিয়েতনামের চেয়ে দেশে এখন চালের দাম বেশি।

    খাবারের পিছনে ব্যয় বেশি

    সিপিডির প্রতিবেদনে ১৭টি দেশের মানুষের মাথাপিছু জিডিপি এবং খাবারের পেছনে মাথাপিছু খরচের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এতে দেখা যায়, ওই সব দেশের মধ্যে বাংলাদেশে মানুষের মাথাপিছু জিডিপি সবচেয়ে কম, সাত হাজার ৮০৫ ডলার। অথচ খাবারের পেছনে ওই ১৭ দেশের মধ্যে বাংলাদেশে মাথাপিছু খরচ সবচেয়ে বেশি, ৯২৪ ডলার। তালিকার অন্য ১৬টি দেশ হলো ইরান, ভারত, লাওস, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, আলজেরিয়া, ভিয়েতনাম, টিউনিশিয়া, বলিভিয়া, মরক্কো, ইরাক, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, ব্রাজিল, জর্ডান ও দক্ষিণ আফ্রিকা। আয় কম কিন্তু খাবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করতে হয় বাংলাদেশের মানুষকে।

    কনজুমারস অ্যাসোসিয়েন অব বাংলাদেশের(ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ‘বাজার নিয়ে আমরা কথা বলছি কিন্তু সেটা অনুযায়ী কোনো বাজার ব্যবস্থাপনা দেখছিনা। আর এটা শুধু বাজার ব্যবস্থাপনা নয়, পুরো অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর নির্ভর করে। সবখানেই দুর্বলতা দেখতে পাচ্ছি৷ আর আমরা সাধারণ মানুষ এর চাপ বহন করছি।’

    তার কথা, ‘করোনা ও ইউক্রেন যুদ্ধের পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের অনেক দেশ অনেক ব্যবস্থা নিয়েছে। তার সুফল তারা পাচ্ছে। আমরা তখন ব্যবস্থা নেইনি৷ আমরা উল্টোটা করেছি। আমরা যখন ব্যবস্থা নিই তখন আর সময় থাকেনা।”

    সমস্যা কোথায়

    বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরি বলেন, ‘বাংলাদেশে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি বাজারকে মেন্যুপুলেট করা হচ্ছে। এটা কোনেভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। ফলে এখানে অব্যাহতভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে।’

    তার কথা, ‘নিত্যপণ্যের দাম বাড়ার তুলনায় মানুষের আয় বাড়ছে না। আর খাদ্যপণ্যের দাম বেশি বাড়ায় এর প্রভাব পড়ছে কম আয়ের মানুষের ওপর। খাদ্য কিনতে গিয়েই তার আয় শেষ হয়ে যাচ্ছে। ফলে তারা কম খায় অথবা ঋণ করে। সে ঋণগ্রস্ত হয়। অন্যদিকে প্রয়োজনীয় খাদ্য না কিনতে পারায় অপুষ্টিতে ভোগে। এর প্রভাব স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা সবখানেই পড়ে।’

    তিনি বলেন, বাজার থেকে একটি মহল অব্যবস্থাপনার সুযোগ নিয়ে কোটি কোটি টাকা আয় করছে। তাদের কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা হচ্ছে না।

    ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ডয়চে ভেলেকে বলেন, ‘আমাদের এখানে কতিপয় বড় আমদানিকারক ও ব্যবসায়ী বাজারে সরবরাহ চেইন নিয়ন্ত্রণ করে। ফলে পণ্যমূল্য তারাই নিয়ন্ত্রণ করে। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে হলে এটা ভাঙতে হবে। আর তার জন্য প্রয়োজন দীর্ঘ মেয়াদে পরিকল্পনা।’

    তার কথা, ‘সরকার হয়তো আমদানি শুল্ক কমালো কিন্তু ওই পণ্যের আমদানিকারক একজন। ফলে দাম কমেনা। ওই আমদানি কারক লাভবান হয়। আবার কৃষিপণ্যে আমরা অনেক ইনফরমাল লেনদেন দেখি। আলুর মৌসুমে কিছু বিত্তশালী কোল্ড স্টোরেজে আলু কিনে রাখেন। আলুর দাম বেড়ে গেলে তারা শুধু স্লিপ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করেন। এগুলো বন্ধ করতে হবে।’

    তিনি বলেন, ‘এই বাজারের সঙ্গে আমাদের অর্থনীতিতে সুনীতি এবং সুশাসনও দরকার। সরকার আইএমএফ-এর পরামর্শে হলেও এখন কিছু অর্থনৈতিক সংস্কার করছে। কিন্তু এর সুফল পেতে হলে পুরো নির্দেশনা মানতে হবে। তা না হলে এর সুফল পাওয়া যাবেনা । আমরা আগে দেখেছি কোনো সংস্কারই পূর্ণ হয়না। রাজনৈতিক কারণে সরকার প্রেসার গ্রুপের কাছে নতি স্বীকার করে।’

    সরকারও জানে সিন্ডিকেট, কিন্তু ধরবে কে?

    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘আমরা জানি বাজারে সিন্ডিকেট কাজ করে। তারা দাম বাড়িয়ে দেয়। আমরা এগুলোর কিছু চিহ্নিত করে ব্যবস্থাও নিয়েছি। কিন্তু সব তো আমরা পারি না। আমাদের পর্যাপ্ত জনবলও নাই। আবার আইনও আমাদের সব দায়িত্ব দেয়নি। এরজন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে, প্রতিযোগিতা কমিশন আছে। কৃষি বিপণন অধিদপ্তর ২৯টি পণ্যের দাম ঠিক করে দিয়েছে। সেটা বাস্তবায়নের দায়িত্বও তাদের। আমাদের সরকার যা ঠিক করে দেয় তাই করতে পারি।’

    তার কথা, ‘কোনো পণ্যের দাম বাড়ার যৌক্তিক কারণ থাকতে পারে। কিন্তু ওই পণ্যের পরতে পরতে মুনাফা লোভীরা ঢুকে দিয়ে দাম আরো বাড়িয়ে দেয়। তারা অতি মুনাফা করে। ভোক্তা অধিদপ্তর তো কোনো পণ্যের দাম ঠিক করে দেয়না। কেউ যদি যৌক্তিক দামের বেশি নেয় তখন আমরা ব্যবস্থা নিতে পারি। তবে যৌক্তিক দাম কোনটা তাও তো নির্ধারণ আমরা করি না।’-ডয়চে ভেলে

    খাগড়াছড়িতে মংসেতুর ‘আম রাজত্ব’, বছরে আয় অর্ধকোটির বেশি

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা ইউরোপ-অ্যামেরিকার চেয়েও দাম, বাংলাদেশে বেশি ভোগ্যপণ্যের স্লাইডার
    Related Posts

    ঝটিকা মিছিল করলেই কঠোর ব্যবস্থা, ‘মনিটরিং’ জোরদার করবে সরকার

    September 7, 2025
    পল্লী বিদ্যুৎ কর্মীরা

    ‘গণছুটিতে’ থাকা পল্লী বিদ্যুৎ কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে আইনানুগ ব্যবস্থা

    September 7, 2025

    ডাকসু নির্বাচন উৎসবমুখর করতে প্রধান উপদেষ্টার নির্দেশ

    September 7, 2025
    সর্বশেষ খবর
    Moon

    চন্দ্রগ্রহণের লাল চাঁদ খালি চোখে দেখলে কিছু হবে?

    টিকা

    কিছু টিকা হাতে আর কিছু টিকা নিতম্বে কেন দেওয়া হয়

    Samsung Galaxy S25 FE

    Samsung Galaxy S25 FE Launches with Exclusive Android 16

    Angelina Jolie blonde bob

    Angelina Jolie Debuts Stunning Blonde Bob for New Film

    Eagles vs Cowboys weather

    Philadelphia Eagles vs Cowboys Game Weather Forecast: Rain and Thunderstorms Expected

    Wordle answer today

    Wordle Hints Today: Answer for September 6

    Segarate

    সিগারেটের বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না

    Sean Penn

    Sean Penn Backs Award-Winning Drama ‘Manas’ as Executive Producer

    রাশমিকা

    সেরা অভিনেতা আল্লু, অভিনেত্রী রাশমিকা

    Champlin stabbing

    Champlin Stabbing Prompts Shelter-in-Place Near Andrews Park; Suspect at Large

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.