জুমবাংলা ডেস্ক: ‘আমার সেই সময়, সম্ভাবনার দরজা খোলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস-২০১৯ উপলক্ষে ইউসেপ রংপুর অঞ্চলের উদ্যোগে ২৫ আগস্ট রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির মিলনায়তনে নিয়োগ প্রদানকারীদের সাথে যুবকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
সভায় ইউসেপ রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক ব্যবস্থাপক মানসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশ-এর ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশন্স) অরুণাভ শাহা, সুজন সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, বিসিক এর সাবেক ডিজিএম খায়রুল আলম আলমাজী, জেলা আওয়ামী লীগ রংপুরের সাংগঠনিক সম্পাদক ও রংপুর ফার্টিলাইজ এসোসিয়েশনের সভাপতি মোতাহার হোসেন মন্ডল মওলা প্রমূখ।
এ সময় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, এনজিও কমকর্তা ও বিভিন্ন পেশাজীবি মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসেপ রংপুর অঞ্চলের ডেপুটি প্রোগ্রাম অফিসার(চাইল্ড এন্ড ওমেন রাইটস্ধসঢ়; এডভোকেসী) রিজওয়ান আযম।