জুমবাংলা ডেস্ক: ‘ইছামতী নদী পূনরুজ্জীবিতকরণ’ প্রকল্প একনেকে অনুমোদন হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় পাবনায় সর্বোস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিল বের হয়।
পাবনা ৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি মিছিলে নেতৃত্ব দেন।
আনন্দ মিছিলটি পাবনা জিলা স্কুল থেকে শুরু হয়ে পাবনা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আরশাদ আদনান রনি রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, মোঃ আব্দুল হামিদ মাষ্টার, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন পাবনা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক রকিব হাসান টিপু,পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ আজাদ, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, আনিসুজ্জামান দোলন, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, রফিকুল ইসলাম রুমন, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, সরদার মোঃ ফারুক হোসেন সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য, মোঃ আলহাজ্ব হোসেন জয়, এছাড়াও পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত , পাবনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ, পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম সোহেল, পাবনা সদর থানা আওয়ামী লীগের সদস্য, জাহিদুর রহমান মিঠু, পাবনা জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সাকিরুল ইসলাম (রনি)পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ইমরুল হাসান রন্টি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃখাদেমুল ইসলাম মামুনসহ প্রমূখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।