জুমবাংলা ডেস্ক : মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভি অনুসারীদের আয়োজনে টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। ইজতেমার ময়দানে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় নাজমুল হোসেন (৭৫) মারা যান। তিনি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিদার তরফদার (৫৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়। দিদার খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
বৃহস্পতিবার রাতে দিদার তরফদার খুলনা জেলার ৪১নং খিত্তায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে তার জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক শুরু হয়েছে শুক্রবার বাদ ফজর মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মধ্য দিয়ে।
ইজতেমায় দেশি-বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছে। বিদেশি মেহমানদের আগমন এখনও চলমান আছে। এদিন আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ে হবে। রোববার (১৪ ফেব্রুয়ারি) হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ।
উল্লেখ্য, তাবলিগ জামাতের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম অনুসারীরা।
তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপ শুরায়ে নেজাম ও সাদপন্থিদের ইজতেমা আয়োজন ঘিরে নানা নাটকীয়তা ঘটেছে গত বেশকিছু দিন ধরে। অবশেষে শত সংকট কাটিয়ে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সাদপন্থিদের বিশ্ব ইজতেমা শুরু হয়।
সাদপন্থিরা আগামীতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আর কোনো দিন ইজতেমা করতে পারবে না এমন মুচলেকা দিয়েই ইজতেমা অনুষ্ঠান করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।