 জুমবাংলা ডেস্ক : মারামারি করে এবার হাইকোর্টে আগাম চেয়েছেন টঙ্গীতে সাদপন্থী-জুবায়েরপন্থীদের মারামারিতে ৪ জনের মৃত্যুর ঘটনার আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও আব্দুল্লাহ মনসুর। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ জামিন আবেদন করেন তারা। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এটির শুনানি হবে।
জুমবাংলা ডেস্ক : মারামারি করে এবার হাইকোর্টে আগাম চেয়েছেন টঙ্গীতে সাদপন্থী-জুবায়েরপন্থীদের মারামারিতে ৪ জনের মৃত্যুর ঘটনার আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও আব্দুল্লাহ মনসুর। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ জামিন আবেদন করেন তারা। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এটির শুনানি হবে।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানায় মামলাটি করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি। মামলার বাদী এস এম আলম হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল গ্রামের মৃত এস এম মোক্তার হোসেনের ছেলে। মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েক শ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সাদ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ। আসামিরা সবাই সাদ অনুসারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকানদার হাবিবুর রহমান বলেন, সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় জোবায়ের অনুসারীরা প্রথমে এজাহার দায়ের করেন। পরে সেটি যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মামলা হিসেবে রুজু হয়। মামলায় সাদ অনুসারী ২৫ জনের নাম উল্লেখসহ অসংখ্যজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 


