Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা একজন মারা গেছেন।
মৃত কাজী আলাউদ্দিন (৬৬) সুনামগঞ্জ জেলার লক্ষ্মীপুর চাঁনপুর এলাকার হযরত আলীর ছেলে।
ইজতেমা ময়দানের পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আলাউদ্দিন নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়েন।
“পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।