নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করীম খান বিশ্ব ইজতেমা ময়দানের নিরাপত্তার বিষয়ে বলেছেন, ‘প্রথম পর্বের প্রথম ধাপে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, সেই একই নিরাপত্তা আমরা রাখছি। আমরা বাইনোকুলার দিয়ে জনগণের গতিবিধি লক্ষ করছি। এর মাধ্যমে আমরা নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছি।’
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানে জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আজ (সোমবার) থেকে দ্বিতীয় ধাপ শুরু হলো। পুরো মাঠকে ৩৬৫টি সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। প্রেট্রোল, মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করছি। মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন। প্রথম পর্বের প্রথম ধাপের মতো আমরা সবার সহযোগিতায় দ্বিতীয় ধাপের ইজতেমা সুন্দরভাবে করতে চাই।’
প্রথম পর্বের আখেরি মোনাজাতের সময় উড়ন্ত ড্রোন পড়ে যাওয়ার ঘটনাটির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি পাবলিকের ড্রোন ছিল। আমরা খতিয়ে দেখছি, কে উড়িয়েছিল। ড্রোনটি কোনও একটি বেলুনের সঙ্গে লেগে গেলে বেলুনটি ফুটে যায়, এতে মুসল্লিরা আতঙ্কিত হন। ভয়ে আতঙ্কিত হয়ে দৌড়ে হুড়োহুড়ি করতে গিয়ে অনেকেই ব্যথা পেয়েছেন। তাই ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া কেউ ড্রোন উড়াতে পারবেন না।’
প্রথম ধাপে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় ধাপেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
সোমবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারী দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন মাওলানা সা’দ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার, উপকমিশনার, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং আয়োজক কমিটির পক্ষে তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।