জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ খান (২৫) সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের ফারুক খানের ছেলে।
আহতরা মোটরসাইকেল ও ইজিবাইক যাত্রী। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মনিরুল ইসলাম জানান, নিহত ইউসুফ খান তার এক সঙ্গীকে নিয়ে রাত সাড়ে ৯টার দিকে জেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ৫ জন আহত হন।
তাদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।