জুমবাংলা ডেস্ক : সার্বক্ষণিক এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) পর্যবেক্ষণ করতে ডিভাইস বসানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন। তিনি বলেন, দেশে বর্তমানে আড়াই হাজার ইটিপি আছে। এসব ইটিপি স্মার্ট মনিটরিং ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হবে।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে (ডিসি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিসিদের সঙ্গে ইটিপি নিয়েও কথা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে আড়াইহাজার ইটিপি আছে, যেগুলো আমাদের পক্ষে মনিটরিং করা সম্ভব না। ইটিপি অনেকের আছে, কিন্তু চালায় না। যখন কোনো পরিদর্শক যাওয়ার খবর পায়, তখনই তারা চালু করে।
তিনি বলেন, ইটিপি একদিন বন্ধ রাখলে লাখখানেক টাকা বেঁচে যায়। কাউকে যদি আমরা ৩ মাস পর জানিয়ে দেই, অমুকে ইটিপি চালাচ্ছেন না, তখন তাকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা। এই টাকা জরিমানা দিয়ে একটা অবৈধ কার্যক্রমকে আমরা বৈধতা দিচ্ছি। এ কারণে জরিমানার মাত্রা বাড়ানো হবে। পাশাপাশি স্মার্ট মনিটরিংয়ের চেষ্টা করছি।
সাবের হোসেন বলেন, প্রযুক্তি অনেক এগিয়েছে, প্রতিটি ইটিপিতে যদি একটা ডিভাইস বসাতে পারি, তাহলে সেই ইটিপি সারাক্ষণ চলছে কিনা, সেটার একটা তথ্য আমাদের কাছে আসবে।
ইটিপি এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করা হয় ও ব্যবহার উপযোগী করে তোলে। এই সঙ্গে অব্যবহৃত পানি পরিবেশে ছাড়া হয়। ইটিপি প্ল্যান্ট
একটি স্বচ্ছ ও অবিজল প্রক্রিয়া। যা পরিবেশের ক্ষতি না করে সাধারণ পানি সংগ্রহ, ব্যবহার ও জীবাণুমুক্ত করে।
ডিসিদের কাছে প্রত্যাশার কথা জানাতে গিয়ে পরিবেশমন্ত্রী বলেন, এ ধরনের সম্মেলনের দুটি উদ্দেশ্য। একটি হচ্ছে মাঠ প্রশাসনের কথা আমরা শুনি। আর আমাদের প্রত্যাশা তাদের কাছে, সেটা স্পষ্ট করার চেষ্টা করি। পরিবেশ অধিদপ্তরের মূল উদ্দেশ্য মানমাত্রা নির্ধারণ করা। বাস্তবায়নের কাজ মাঠ পর্যায়ের। আমাদের প্রতিটা কাজের জন্য ডিসিদের ওপর নির্ভরশীল। কারণ স্থানীয় পর্যায়ে তারা এটা বাস্তবায়ন করেন।
তিনি আরও বলেন, আমাদের সম্মেলনের উদ্বোধনের দিনে আমরা সবাই বলেছি, বাংলাদেশের উন্নয়নের কথা। এখন উন্নয়নের সঙ্গে আরেকটি শব্দ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে টেকসই। টেকসই উন্নয়ন। কাজেই উন্নয়নের ধারাকে স্থায়িত্ব দিতে চাইলে আমাদের অবশ্যই পরিবেশের বিষয়টি মাথায় রাখতে হবে।
‘আমাদের দুটো রেফারেন্স পয়েন্ট, একটা হচ্ছে সংবিধানের ১৮ এর ক, আরেকটি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। এখানে যে বিষয়গুলো আছে, সেগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের মাঠপ্রশাসনের সহযোগিতা দরকার।’
মন্ত্রী আরও বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা বলেছি, অনেক ক্ষেত্রে শ্রেণি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এক জায়গায় একটা পাহাড় ছিল, সেটাকে সমান করে পরবর্তীতে শ্রেণি পরিবর্তন করা হয়েছে। এ ক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা চাই।
তিনি বলেন, আমরা যে কাজটি করেছে, ১৫ কিংবা ২০ বছর আগে গুগল সার্চ করে একটা ম্যাপিং করতে পারছি। আজ থেকে ১৫ বছর আগে বাংলাদেশের প্রাকৃতিক চিত্র কী ছিল, বর্তমানে কী আছে? দেখা যাচ্ছে, ১৫ বছর আগে একটা জলাধার কিংবা পাহাড় ছিল, সেটা কেটে কেউ হাউসিং করেছে, আমরা সেটা চিহ্নিত করে পুনরুদ্ধার করতে পারবো। এসব ক্ষেত্রে মাঠ প্রশাসনের সহযোগিতা দরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।