স্পোর্টস ডেস্ক : কলকাতা টেস্টের প্রথম দিনে (প্রথম সেশন বলাই ভালো) চোট পেয়ে ছিটকে গেছেন লিটন দাস ও নাঈম হাসান। ইশান্ত শর্মার বাউন্সারে মাথায় আঘাত পেয়ে লিটনকে যেতে হয়েছে হাসপাতালে। চোট এতটাই গুরুতর এই টেস্ট থেকেই তিনি ছিটকে পড়েছেন। লিটনের আঘাতের রেশ না কাটতেই আরেক দুঃসংবাদ—হাসপাতালে যেতে হয়েছে নাঈম হাসানকেও।
এই দুই ঘটনাতেই বিরল ঘটনার সাক্ষী হলেন মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। এই দুই ক্রিকেটার ‘কনকাশন’ (মাথায় আঘাত পাওয়া) বদলি হিসেবে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন। লিটন দাসের ‘কনকাশন’ বদলি হিসেবে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে এ স্পিনিং অলরাউন্ডার করেছেন ৮ রান।
বাংলাদেশের ইনিংসের ২১তম ওভারে মোহাম্মাদ শামির বলে মাথায় আঘাত পান উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। শামির শর্ট বল পুল করতে গেলে তার ব্যাটে না লেগে লিটনের হেলমেটে লাগে। দ্রুত তিনি হেলমেট খুলে ফেলেন। এর পর আরও এক ওভার পর্যন্ত ব্যাটিং করে ২৭ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন এ ডানহাতি ব্যাটসম্যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।