জুমবাংলা ডেস্ক : ইডেন কলেজের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ আগস্ট) তিনি আত্মহত্যা করেন বলে কলেজের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম শায়লা শিকদার। তিনি ইডেন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ছিলেন। ঠিক কী কারণে শায়লা আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
শায়লার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক জানিয়েছেন ইডেনের একাধিক ছাত্রী। সুমাইয়া হৃদি লিখেছেন, ‘কী করলি শায়লা। নিতে পারতেছি না আর। তোকে এতো তাড়াতাড়ি কেন হারাতে হলো আমার। আমি সত্যি পারতাছি না আর। সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি।’
জানা গেছে, ইডেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন শায়লা। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে। সে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। এছাড়া পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel