Advertisement
স্পোর্টস ডেস্ক : আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হতে যাওয়া ভারত-বাংলাদেশ টেস্টে ধারাভাষ্য দিতে মাশরাফী বিন মর্তুজাকে আমন্ত্রণ জানিয়েছিল স্টার স্পোর্টস। ওই ম্যাচ দেখতে কলকাতা যাচ্ছেন তিনি। তবে স্টার স্পোর্টসের প্রস্তাবে সাড়া দেননি ওয়ানডে অধিনায়ক।
তিনি জানান, আমাকে গোলাপি বলের টেস্টে ধারাভাষ্য দিতে বলা হয়েছিল। কিন্তু আমি আগ্রহী হইনি। ওদেরকে না বলে দিয়েছি।
অন্যদিকে ওই ম্যাচ দেখতে কলকাতা যাবেন বলে জানিয়েছে মাশরাফী বলেন, এ ম্যাচটি দেখার ইচ্ছা আছে। আশা করি, খেলার সময় আমি কলকাতাতেই থাকব।
যত দূর জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবেই কলকাতা টেস্টে যাচ্ছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।