আন্তর্জাতিক ডেস্ক : শীতকালেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ শরণার্থীদের ঢল অব্যাহত রয়েছে। গেল দুই বছরে সাগর পাড়ি দিয়ে ইতালিতে গেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি, যাদের বৈধ হওয়ার সুযোগ নেই।
গেল দুই বছরে সাগর পাড়ি দিয়ে ইতালিতে গেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি, যাদের বৈধ হওয়ার সুযোগ নেই।
এছাড়া চলতি বছর সাগরে সলিল সমাধি হয়েছে দুই হাজারের বেশি শরণার্থীর। এতে উদ্বেগ বাড়ছে বাংলাদেশের কমিউনিটি নেতাদের।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শীতকালে অবৈধ শরণার্থীদের ইতালিতে প্রবেশের প্রবণতা অনেকটাই কম ছিল। কিন্তু চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙে সাগর পাড়ি দিয়ে আসা অবৈধ শ্রমিকের সংখ্যা বেড়েছে। ২০২২ এবং ২০২৩ সালে সাগর পাড়ি দিয়ে আসা বাংলাদেশিদের সংখ্যা ৩৪ হাজার ৬৭৫ জন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
চলতি বছরের নভেম্বর মাসেই ৬০৪ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে। ইতালিতে যাওয়া এসব অবৈধ অভিবাসীদের বৈধতার কোনো সুযোগ নেই।
ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং কমিউনিটি নেতারা বলছেন, বৈধভাবে ২০২৫ সাল পর্যন্ত ইতালিতে শ্রমিক আসার সুযোগ রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে না আসার পরামর্শ তাদের।
কট্টর ডানপন্থি জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতায় আসার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নানা শঙ্কা ছিল। কিন্তু তিন বছরের স্পন্সর ভিসায় চার লাখ ৫২ হাজার শ্রমিক আনার আইন পাসের মধ্য দিয়ে দেশটির সরকার প্রমাণ করেছে যে, তারা বিদেশি শ্রমিক-বিরোধী নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।