Advertisement
জুমবাংলা ডেস্ক : চীন ও দক্ষিণ কোরিয়ায় কিছুটা কমলেও ইতালিতে ভয়াবহ রুপ নিয়েছে করোনা। একদিনে মারা গেছে অন্তত ৪১ জন। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৪৮ জনে।
ইতালির ২২ অঞ্চলে ছড়িয়েছে ভাইরাসের প্রাদুর্ভাব। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মারা গেছে আরও একজন। মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২ তে। আক্রান্ত দুই শতাধিক।
সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারাম ও মদিনার মসজিদে নববীতে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ। এতে জনশূন্য হয়ে পড়েছে পবিত্র কাবা শরিফ।
ফিলিস্তিনে ২ জন আক্রান্তের পর বন্ধ হয়ে গেছে বেথলেহেমের ন্যাটিভিটি চার্চ।
ইরানে ১শ ছাড়িয়েছে প্রাণহানি। আক্রান্ত সাড়ে ৩ হাজার।
যুক্তরাজ্যে ১ এবং ফ্রান্সে নতুন করে মারা গেছে ৩ জন। জার্মানিতে একদিনে আক্রান্ত ১৩৮ জন এবং ফ্রান্সে ১০৯ জন। আক্রান্ত তালিকায় আছেন এক ফরাসি এমপিও।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel