Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে ৫৪ দিন পর সবচেয়ে কম মৃত্যু দেখল বিশ্ববাসী। খবর ইউএনবি’র।
রবিবার একদিনে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। গত ১০ মার্চ দেশব্যাপী লকডাউনের পর এটাই সবচেয়ে কম মৃত্যু।
ইতালির স্বাস্থ্যমন্ত্রণালয় রবিবার জানিয়েছে, দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ হাজার ৮৮৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে লকডাউনের প্রথমদিন অর্থাৎ ১০ মার্চ দেশটিতে করোনা আক্রান্ত ১৬৮ জন মানুষ প্রাণ হারান।
গত শুক্রবার ২৬৯, বৃহস্পতিবার ২৮৫, বুধবার ৩২৩ এবং মঙ্গলবার ৩৮২ জনের মৃত্যু হয়। মৃত্যুর হার প্রতিদিনই কমছিল। কিন্তু শনিবারের মৃত্যুর রেকর্ড সব হিসাব পাল্টে দেয়। হঠাৎ করেই দেশটিতে শনিবার একদিনেই কোভিড-১৯ আক্রান্ত ৪৭৪ জনের মৃত্যু হয়। তবে রবিবারের মৃত্যুর রেকর্ড সবাইকে ফের আশার আলো দেখাতে শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।