আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে সোমবার পর্যন্ত ২০ হাজার ৪৬৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন। খবর ইউএনবি’র।
দেশটির বেসামরিক স্বাস্থ্য ও সুরক্ষা বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার নতুন করে ৫৬৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার এ সংখ্যা ছিল ৪৩১ জন। এছাড়া রবিবারের তুলনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৩৬৩ জন বেড়েছে।
এদিকে নতুন ১২২৪ জন আরোগ্য লাভ করায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩৫ জনে।
বোরেলি জানান, বর্তমানে ২৮ হাজার ২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৩ হাজার ২৬০ জন আইসিইউতে আছেন। আর হোম কোয়ারেন্টাইনে আছেন ৭২ হাজার ৩৩৩ জন।
টানা ১০ দিন হলো কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমছে বলে জানান তিনি।
ইউরোপে করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দু ইতালিতে দেশব্যাপী লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে।
প্রথমবারের মতো লকডাউনের প্রায় ১ মাস পর আবারও লকডাউনের সময়সীমা বৃদ্ধি করলেন ইতালির প্রধানমন্ত্রী।
ইতালি ইউরোপের প্রথম কোনো দেশ, যা বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।