আন্তর্জাতিক ডেস্ক : ইতালির রাজধানী রোমে অবৈধ কাজ ও অনিয়মের দায়ে তিন বাংলাদেশীর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে ইতালীয় ইমিগ্রেশন পুলিশ।
রবিবার (১৫ই সেপ্টেম্বর) পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, জন্ম সনদ ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন অনিয়মের কারণে ওই তিন বাংলাদেশীর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়।
রোমে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে-আলম সিদ্দিকী বাচ্চু এ বিষয়টি নিশ্চিত করে বলেন, লন্ডন থেকে ফেরার সময় রোমের একটি বিমানবন্দরে এ ঘটনা ঘটে তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি স্থানীয় পুলিশ।
এর আগে ২০১৭ সালে বিভিন্ন ভুয়া সার্টিফিকেট দিয়ে ২৪ মাসের পূর্বে যেসব বাংলাদেশী দ্রুত নাগরিকত্ব পেয়েছেন তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয় অনিয়মের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪৩৮৯৮ এর মাধ্যমেই দায়েরকৃত মামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।