আন্তর্জাতিক ডেস্ক : গ্রীষ্মে ভূমধ্যসাগরের দক্ষিণে সাহারা মরুভূমির লু হাওয়া এন্টি সাইক্লোন ওয়েভ নিয়ে ইতালি উপকূলে তীব্র তাপদাহ সৃষ্টি করে।
এবছর জলবায়ু পরিবর্তনের প্রভাবে তার পরিমাণ বৃদ্ধি পেয়েছে অনেক গুণ। এর প্রেক্ষিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার ১৩টি বড় শহর ও দক্ষিণের কয়েকটি প্রদেশে রেড এলার্ট জারি করেছেন।
এদিকে অতিরিক্ত দেশি-বিদেশি পর্যটকদের ব্যক্তিগত যানবাহন সামাল দিতে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশ। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর প্রবেশ পথে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়ছেন ভ্রমণকারীরা। ১৫ আগস্ট কে কেন্দ্র করে উন্নত বিশ্বের সপ্তাহ ধরে শুরু হয় ছুটি। এবছর ইতালির পাশের দেশগুলো থেকে, বিশেষ করে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্রোয়েশিয়া সহ ইউরোপের অন্যান্য দেশের লাখ লাখ পর্যটক করোনার জন্য বিমান ও ট্রেনে না চড়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে প্রবেশ করছেন ইতালিতে।
এতে সম্পূর্ণ ভেনিস প্রদেশ, মিলান, বলনিয়া ও রোমের সিভিটা ভেক্কিয়োর রাস্তায় অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে বলে সতর্কতা জারি করেন ইতালির ট্রাফিক কন্ট্রোল পুলিশ। করোনা মহামারি শুরু হবার পর থেকে রাস্তায় এত মানুষ আর দেখেনি ইতালির ট্রাফিক পুলিশ।
ইতালির নাগরিক সুরক্ষা পরিষেবা (Italian Civil Protection Service) ১০ থেকে ১৫ আগস্ট দেশজুড়ে ১৩টি বড় শহর সঙ্গে দক্ষিণ অঞ্চলের প্রদেশগুলোতে তীব্র তাপদাহ ও অগ্নিকাণ্ড রোধে রেড এলার্ট জারি করেছে। সপ্তাহ জুড়ে তীব্র তাপদাহ থেকে বাঁচার জন্য বয়স্ক, শিশু ,অসুস্থ, দুর্বল মানুষকে সম্পূর্ণ রূপে ঘরে অবস্থান করতে নির্দেশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘরে অবস্থান করুন, তাপদাহ থেকে বাঁচুন এবং অতিরিক্ত ভিড় এড়িয়ে সংক্রমণকে নিয়ন্ত্রণ করুন- এমনই আহবান করেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা। দেশটির সব অঞ্চলকে এ বিষয়ে সর্তকতা অবলম্বন করার তাগিদ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
এই তাপদাহে ইতালির দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ ৪৫ ডিগ্রি এবং উত্তরাঞ্চলে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতালি জুড়ে এই গ্রীষ্মে অনেকগুলো ছোট ও মাঝারি অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটিতে এই পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে সার্দিনিয়া দ্বীপে বড় আকারের প্রায় ২০ হাজার হেক্টর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডে। তাপদাহ ও অগ্নিকাণ্ড নিয়ে শঙ্কায় রয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশীরাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


