জুমবাংলা ডেস্ক : ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ মিয়া নামে (৩৫) এক বাংলাদেশির নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) দেশটির রাজধানী রোমের অদূরে মারিনো দি আরদেয়া এলাকায় ঘটে এ ঘটনা। ওইদিন আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে (পেট্রোল স্টেশনে) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন নাহিদ মিয়া।
তিনি ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন। ব্যক্তি জীবনে নাহিদ মিয়া বিবাহিত এবং তার পরিবার ইতালিতেই থাকে। তার দুটি সন্তান রয়েছে, ছেলের ৫ বছর এবং মেয়ের বয়স ৭ মাস। বাংলাদেশে তার বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে।
নাহিদ মিয়ার এমন অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অভিবাসী পরামর্শক এম রহমান লিটন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।