স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইতালিতে সব ধরনের খেলাধুলা স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটির শীর্ষ ক্রীড়া সংস্থা।
দেশটির স্পোর্টস ফেডারেশনগুলোর সাথে আলোচনা করে ইতালির জাতীয় অলিম্পিক কমিটি (সিওএনআই) গতকাল সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে জানায়, তারা এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে বলেছে।
করোনার কারণে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে। সে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।
ইতালিতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যার হার বাড়ার কারণে দেশটির লোম্বারদিয়া অঞ্চলের ১৪টি প্রদেশকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে লোম্বারদিয়া অঞ্চলের বিভিন্ন শহরের প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।