আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ইতালিতে ৬ হাজার ৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। এ প্রাদুর্ভাবে ইতালিতেই মৃতের সংখ্যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।

দেশটির ৫৩ হাজার ৫৭৮ জন মানুষের শরীরে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত ৪ হাজার ৮২৫ জন মারা গেছেন।
বর্তমানে আক্রান্তদের ৪২ হাজার ৬৮১ জন চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৩৯ হাজার ৮২৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ২ হাজার ৮৫৭ জনের অবস্থা গুরুতর।
চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন ৬ হাজার ৭২ জন।
এদিকে, রোববার (২২ মার্চ) বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ আট হাজার ৫৯২ জনে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ হাজার ৮২৯ জনের।
সারাবিশ্বে এই মুহূর্তে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৬৯৪ জন, যাদের মধ্যে ৫ শতাংশ ৯ হাজার ৯৪৩ জন গুরুতর অবস্থায় এবং মৃদু সংক্রমিত অবস্থায় আছেন ৯৫ শতাংশ ১ লাখ ৮৯ হাজার ৭৫১ জন।
অন্যদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত ২৭ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন দুইজন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ২০ জন চিকিৎসাধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


