মেহেদি তারেমির করা গোলটা কেবল তাকিয়ে তাকিয়ে দেখলেন এসি মিলানের গোলরক্ষক মাইক মেঁনিয়ো। ২-০ গোলে পিছিয়ে রোজানেরিরা। ধারাভাষ্যকার বলেই বসলেন ইতালিয়ান সুপারকাপে এক হাত দিয়ে ফেলেছে ইন্টার মিলান। এর আগে গোল করেছিলেন লাউতারো মার্তিনেজ। টানা সুপারকাপ জয়ের অপেক্ষায় ছিল নেরাজ্জুরি ভক্তরা। কিন্তু সেখান থেকেই এসি মিলানের প্রত্যাবর্তন শুরু।
যার শেষটা হয় রাফায়েল লেয়াও’র অসাধারণ ড্রিবলিং আর পাস থেকে ট্যামি আব্রাহামের ট্যাপইন গোলে। ৯৩ মিনিটে স্কোরলাইন হলো ৩-২। আর তাতেই চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারন্যাজিওনালে মিলানকে ৩-২ গোলে হারিয়ে ইতালিয়ান সুপারকাপের শিরোপা উঁচিয়ে ধরল এসি মিলান। সৌদি আরবের রিয়াদে আল-আওয়াল স্টেডিয়ামে দেখা মিলল ক্লাসিকাল এক ইতালিয়ান ব্যাটেল।
ম্যাচের প্রথম সুযোগ পায় এসি মিলান। নবম মিনিটে বক্সে বল পেয়েও অবশ্য শট লক্ষ্যে রাখতে পারেননি ডাচ মিডফিল্ডার টিয়ানি রেইন্ডার্স। ২৩ মিনিটে ইন্টার গোল পেয়েই যেতে পারত। তবে ফেদেরিকো ডি মার্কোর শট দারুণ নৈপুণ্যে ব্যর্থ করে দেন গোলরক্ষক মাইক মেঁনিয়ো। এই অর্ধেই যোগ করা সময়ে গোল করেন লাউতারো মার্তিনেজ।
থ্রো ইন থেকে আক্রমণে উঠে তারেমি বক্সে পাস দেন মার্তিনেজকে। প্রতিপক্ষের দুই খেলোয়াড়কে ঠাণ্ডা মাথায় বোকা বানিয়ে বল জালে জড়ান এই আর্জেন্টাইন। ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ইতালিয়ান সুপারকোপার পর টানা তৃতীয় ফাইনালে গোল পেলেন লাউতারো মার্তিনেজ। তার ওই গোলে লিড নিয়েই বিরতিতে যায় ইন্টার।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। নিজেদের অর্ধ থেকে স্টেফান ডে ভ্রেইয়ের উঁচু করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ইরানের ফরোয়ার্ড। ইন্টারের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় গোল। তখন অনেকেই ধরে নিয়েছিলেন টানা চতুর্থবার শিরোপা যাচ্ছেন নেরাজ্জুরিদের ঘরে।
চার মিনিট পরই বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার নিচু ফ্রি-কিকে ব্যবধান কমান ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজ। তার এই ফ্রিকিকের কোনো জবাবই ছিল না ইন্টার গোলরক্ষক ইয়ান সমারের। ৭১তম মিনিটে ইন্টার মিলানের কার্লোস আগুস্তোর হেড পোস্টে লাগার পর গোললাইন থেকে ক্লিয়ার করেন মিলান গোলরক্ষক মেঁনিয়ো।
নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে স্কোরলাইন ২-২ করেন পুলিসিক। এবারও গোলের উৎস থিও হার্নান্দেজ। তার পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ শটে জালে পাঠান যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড। টানা দুই মিলান ডার্বিতে গোল পেলেন যুক্তরাষ্ট্রের এই উইঙ্গার।
আর পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড়ের নৈপুণ্যে উল্লাসে মেতে ওঠে এসি মিলান। রাফায়েল লেয়াওয়ের চমৎকার পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ স্ট্রাইকার আব্রাহাম। আর তাতেই ২০১৬ সালের পর প্রথম ও সব মিলিয়ে ইন্টারের সমান আটবার এই শিরোপা জিতল এসি মিলান।
মৌসুমে দলের বাজে পারফরম্যান্সে সম্প্রতি পাউলো ফনসেকাকে বরখাস্ত করে সের্হিও কন্সিকাওকে কোচের দায়িত্ব দেয় এসি মিলান। তার হাত ধরে দ্বিতীয় ম্যাচেই শিরোপার স্বাদ পেল তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।