জুমবাংলা ডেস্ক : ইতালি থেকে পিএইচডি অর্জন শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফিরে আসার পর এক শিক্ষককে ১৫ দিনের জন্য নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি বিমানবন্দরে কোন ধরণের স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হননি বলে জানা গেছে।
গত সোমবার বিকালে এক সভা শেষে এ পরামর্শ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব।
তিনি বলেন, অতি সম্প্রতি ইতালি থেকে ফেরা ওই শিক্ষককে ১৫ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ওই শিক্ষকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে এবং তাকে নজরে রাখছি আমরা। তাকে কিছু পরামর্শও দেওয়া হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, পাঁচ বছর ধরে ইতালিতে ওই শিক্ষক পিএইচডি করেছেন। ইতালি থেকে আসার পর ওই শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা ঠিকমতো হয়েছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তাই নিজের বাসায় তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। কারণ তিনি বিমানবন্দরে কোন ধরণের স্বাস্থ্য পরীক্ষার সম্মুখীন হননি জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।