স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মধ্যকার মর্যাদাপূর্ণ অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ ওভারে ১৩ রান করে চতুর্থ দিন শেষ করে ইংল্যান্ড।
আজ পঞ্চম দিনে মাঠে নামবে ইংল্যান্ড। জেসন রয় ৬ ও বার্নস ৭ রান নিয়ে আজ ব্যাট করবে। মাঠে নামলেই বিরল এক রেকর্ড স্পর্শ করবেন ররি বার্নস। ইতিহাসের দশম ক্রিকেটার হিসেবে এক টেস্টের পাঁচ দিনেই ব্যাটিং করার মাইলফলক স্পর্শ করবেন তিনি।
প্রথম দিন ২৮৪ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দিনের শেষ দুই ওভারে ব্যাটিং করেন এই দুই ইংলিশ ওপেনার। দ্বিতীয় দিন পুরো ব্যাটিংয়ের পর তৃতীয় দিনের প্রথম সেশনে ১৩৩ রান করে আউট হন তিনি।
এরপর চতুর্থ দিনের শেষের দিকে ৪৮৭ রানের বড় সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের বাকি ৭ ওভার শেষ করতে জেসন রয়ের সঙ্গে ফের মাঠে নামেন বার্নস। পঞ্চম দিনে আবারো ব্যাট করবেন তিনি। সেই সাথে গড়বেন এই মাইলফলক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।