স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রাতে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে ইতিহাস গড়েছেন এলিসা হেলি। যিনি ব্যক্তিগত জীবনে আবার অস্ট্রেলিয়া পুরুষ দলের বোলার মিচেল স্টার্কের স্ত্রী। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন হিলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নারী-পুরুষ মিলে উইকেটরক্ষকদের মধ্যে একটিই সর্বোচ্চ রানের ইনিংস।
এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে উইকেটরক্ষকদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ম্যাককালামের। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে ১২৩ রান করেছিলেন এই কিউই। যা এদিন টপকে গেলেন হিলি। হিলি তার অপরাজিত ১৪৮ রানের ইনিংসে সাজান ৬১ বলে। ১৯টি চারের সঙ্গে মেরেছেন ৭টি ছক্কা। ৪৬ বলে পূরণ করেন শতরান। নারী টি-টোয়েন্টিতে যা দ্বিতীয় দ্রুততম।
এর আগে মেয়েদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল আরেক অজি ব্যাটার মেগ ল্যানিংয়ের। ইংল্যান্ডের বিপক্ষে এ বছর জুলাইয়ে ১৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। হিলি যখন এদিন তার রেকর্ডটা টপকে গেলেন, অন্য প্রান্তে ব্যাট হাতে দাঁড়িয়ে ছিলেন ল্যানিং।
এদিন অস্ট্রেলিয়া ২ উইকেটে ২২৬ রানের পুঁজি গড়ে। জবাবে ৭ উইকেটে মাত্র ৯৪ রানে থামে শ্রীলঙ্কা। ১৩২ রানের বড় জয় পায় স্বাগতিকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


