স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ যে জয় পেতে যাচ্ছে তা গতকাল ম্যাচের চতুর্থ দিনই একপ্রকার নিশ্চিত হয়ে যায়। কেবল অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। সেটিও আজ বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম দিন পূর্ণতা দিলো মুমিনুল বাহিনী। মাউন্ট মঙ্গানুই (mount maunganui)টেস্টে স্বাগতিক নিউ জিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে টিম টাইগার।
এইতো গত মাসে নিউ জিল্যান্ড সফরে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেটের টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছিলেন আর কিছুদিন ধৈর্য ধরতে। এর পরই টেস্টে ফল মিলবে। মাউন্ট মঙ্গানুই (mount maunganui)টেস্ট শুরুর আগেও বলেছিলেন তরুণদের নিয়েই নিউ জিল্যান্ডকে হারাতে চান। এবং তিনি সেটা করেও দেখালেন। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বল হাতেও রেখেছেন কার্যকরী ভূমিকা।
তাইতো বুধবার (৫ জানুয়ারি) কিউইদের তাদের মাটিতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারানোর পরও পা মাটিতেই রাখছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। জানিয়েছেন, এই জয় ভুলে গিয়ে এখন সামনে দিকে নজর দিতে চান। সব মনোযোগ আপাতত ক্রাইস্টচার্চ টেস্টের দিকে। তবে মুমিনুলের চেহারায় চাপমুক্ত হওয়ার একটা হাসি লেগে ছিল।
ম্যাচ পরবর্তী তাৎক্ষাণিক প্রতিক্রিয়ায় মুমিনুল হক বলেন, ‘গত কিছু ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। তাই এই ম্যাচটিতে আমাদের ভালো খেলতেই হতো। এই জয়ের জন্য দলের প্রত্যেকেই মুখিয়ে ছিলেন। এখন এই জয়ের কথা ভুলে ক্রাইস্টচার্চ টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে।’
জয়ের জন্য সবাইকে কৃতিত্ব দিতে ভুলেননি টেস্ট অধিনায়ক। তিনি বলেন, ‘সবার অবদান ছিল, তিন বিভাগেই নিজেদের উজাড় করে দিয়েছে। ম্যাচটা জেতার জন্য মুখিয়ে ছিল সবাই, বোলাররাই মূলত জয় এনে দিয়েছে। দুই ইনিংসেই তারা দুর্দান্ত ছিল। কঠোর পরিশ্রম করে ঠিক জায়গায় বল করেছে। বিশেষ করে এবাদতের পারফরম্যান্স অবিশ্বাস্য।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।